নরসিংদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো একটি বাসের দাবি

আরো একটি বাসের দাবি – ঢাকায় অবস্থিত স্বনামধন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় নরসিংদী জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের অন্যতম প্রধান আকর্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েই নরসিংদী জেলার সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা করে থাকেন। ঢাকার একদম পার্শ্ববর্তী জেলা হওয়ায় শিক্ষার্থীরা প্রতিদিন বাসে যাতায়াত করেই ক্লাস করতে পারেন।

 

নরসিংদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো একটি বাসের দাবি

 

জানা গেছে, প্রতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উক্ত জেলা থেকে ষাটের অধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে তিন শতাধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন।

 

 

নরসিংদীর তিন শতাধিক শিক্ষার্থীর জন্য ভার্সিটি থেকে মাত্র একটি ৪৫ সিটের বাস বরাদ্দ রয়েছে। ফলে অনেক কষ্ট করে শিক্ষার্থীদের যাতায়াত করে ক্লাস করতে হচ্ছে। এমনকি মিড বা সেমিস্টার পরীক্ষা চলাকালীন বাসে তীব্র চাপ ও অসহনীয় গরম থাকায় অসুস্থ হয়ে পড়ছেন অনেক শিক্ষার্থী। ফলে অনেকের পরীক্ষাও খারাপ হয়ে থাকে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ফাহিম হাসনাত বলেন, কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে যাচ্ছে। তখন বাসে শিক্ষার্থীদের চাপ আরো বৃদ্ধি পাবে। তাছাড়া বর্তমানে রাস্তাঘাটে যে পরিমাণ যানজট থাকে, সেক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে যাতায়াত করাও সম্ভব হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে- তারা যেন শিগগিরই আমাদের জন্য নতুন আরেকটি বাসের ব্যবস্থা করে দেন এবং আমাদের বাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করেন।

 

আরও পড়ুন:

Leave a Comment