Site icon নরসিংদী জিলাইভ | truth alone triumphs

নরসিংদীতে ট্রাক্টরচাপায় প্রকৌশলী নিহত

নরসিংদীর বেলাবতেতে ট্রাক্টরচাপায় প্রকৌশলী মো. ফয়সাল মোল্লা নিহত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর দিকে উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নরসিংদীতে ট্রাক্টরচাপায় প্রকৌশলী নিহত

নিহত ফয়সাল শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। তিনি বেলাব উপজেলা প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে তিনি এ পদে যোগদান করেছিলেন।

স্থানীয়রা জানায়, ফয়সাল মোটরসাইকেল করে যাওয়ার সময় চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টরের (ইছারমাথা) চাপায় রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মমতাজ সরকার বলেন, ‘তাকে মৃত অবস্থায় আনা হয়। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।’ বেলাব উপজেলা প্রকৌশলী মো. গোলাম সারোয়ার জানান, অফিসের কাজে সকালে বের হন ফয়সাল। ২টা ৫ মিনিটে খবর পেয়েছি দুর্ঘটনা হয়েছে।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।’

 

Exit mobile version