রায়পুরায় রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু,নরসিংদীর রায়পুরা- উপজেলায় রেললাইন ধরে হাঁটার সময় কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের- ধাক্কায় মো. মুরাদ মিয়া (২২) নামের এক তরুণের- মৃত্যু হয়েছে।মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন–সংলগ্ন লেভেল ক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুরাদ মিয়া আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকার মৃত মো. হারুন মিয়ার ছেলে।

রায়পুরায় রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
আজ সন্ধ্যা ছয়টার দিকে মুরাদ মিয়াকে আমিরগঞ্জ রেলস্টেশন–সংলগ্ন লেভেল ক্রসিংয়ের সামনে রেললাইন ধরে হাঁটতে দেখেছেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি কয়েক দফা হুইসেল দিলেও মুরাদ মিয়া তা শুনতে পাননি।

একপর্যায়ে ট্রেনের -ধাক্কায় রেললাইনের পাথরে ছিটকে পড়েন মুরাদ। স্থানীয় লোকজন আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে নরসিংদী রেলওয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশটি উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশটি আপাতত নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের জন্য ওই তরুণের পরিবারের সদস্যরা আবেদন করেছেন।
আরও পড়ুন:
