নরসিংদী উপজেলার ইউনিয়ন

আমাদের আজকের আলোচনার বিষয় নরসিংদী উপজেলার ইউনিয়ন।

নরসিংদী উপজেলার ইউনিয়ন:-

উপজেলাইউনিয়ন
নরসিংদী সদরশীলমান্দী
আমদিয়া
পাঁচদোনা
হাজীপুর
চিনিশপুর
কাঠালিয়া
নূরালাপুর
মেহেরপাড়া
মহিষাশুড়া
পাইকারচর
করিমপুর
নজরপুর
আলোকবালী
চরদিঘলদী

 

নরসিংদী উপজেলার ইউনিয়ন
আমিরগঞ্জ জমিদার বাড়ি – নরসিংদী জেলা

 

পলাশগজারিয়া
চরসিন্দুর
ডাংগা
জিনারদী

 

শিবপুরবাঘাব
জয়নগর
পুটিয়া
মাছিমপুর
দুলালপুর
আয়ুবপুর
চক্রধা
সাধারচর
যশোর

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বেলাববেলাব
বাজনাব
পাটুলী
চর উজিলাব
নারায়নপুর
সল্লাবাদ
আমলাব
বিন্নাবাইদ

 

 

মনোহরদীলেবুতলা
চালাকচর
চন্দনবাড়ী
বড়চাপা
কাচিকাটা
শুকুন্দী
দৌলতপুর
একদুয়ারিয়া
গোতাশিয়া
খিদিরপুর
চরমান্দালিয়া
কৃষ্ণপুর

 

নরসিংদী উপজেলার ইউনিয়ন
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর – নরসিংদী জেলা

 

রায়পুরাচান্দেরকান্দী
অলিপুরা
রায়পুরা
রাধানগর
মির্জাপুর
চর আড়ালিয়া
আমীরগঞ্জ
শ্রী নগর
পাড়াতলী
চাঁনপুর
হাইরমারা
চরসুবুদ্দি
নিলক্ষ্যা
মির্জানগর
পলাশতলী
আদিয়াবাদ
ডৌকারচর
মরজাল
উ:বাখরনগর
চর মধূয়া
মুছাপুর
মহেষপুর
মির্জারচর
বাঁশগাড়ী

 

পূর্বে এই অঞ্চলটি নরসিংহ নামক রাজার শাসনাধীন ছিল। ধারণা করা হয়, পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংহপুর নামে একটি ছোট নগর রাজা নরসিংহ স্থাপন করেছিলেন। ইতিহাসবিদরা নরসিংদী নামটি রাজা নরসিংহের নাম অনুসারে উৎপত্তি হয়েছে বলে মনে করেন। এক সময়ে নরসিংদী অঞ্চলটি

মহেশ্বরদী পরগনার অর্ন্তভূক্ত ছিল। এ পরগনার জমিদার ছিলেন দেওয়ান ঈশা খাঁ। তারপরে জমিদার ছিলেন তার উত্তরসূরি হয়বতনগর দেওয়ান সাহেব বাড়ির জমিদারগণ। জমিদারী প্রথা বিলুপ্তির প্রাক্বালে জমিদার ছিলেন দেওয়ান শরীফ খাঁ, আয়শা আক্তার খাতুন, ফরকুন্দা আক্তার খাতুন ও সৈয়দ আবদুল্লাহ।

জমিদারী প্রথা বিলুপ্তির পর একসময় নরসিংদী ছিল প্রশাসনিকভাবে ঢাকা জেলাধীন নারায়ণগঞ্জ মহকুমার একটি থানা। ১৯৭৭ সালে ঢাকা জেলার একটি মহকুমায় উন্নীত করা হয়। সরকার ১৯৮৪ সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব এবং রায়পুরা-এই ৬ টি উপজেলা এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদীকে জেলা ঘোষণা করে।

আরও পড়ুনঃ

Leave a Comment