নরসিংদী জেলার আবাসন

আমাদের আজকের আলোচনার বিষয় নরসিংদী জেলার আবাসন।

নরসিংদী জেলার আবাসন:-

 

নরসিংদী জেলার আবাসন
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র – নরসিংদী জেলা

 

#শিরোনামপরিচালনাকারী/মালিকের নামঠিকানামোবাইল নংপ্রতিষ্ঠানের ধরন
নিউ মদিনানরসিংদী বাজার জামে মসজিদ, নরসিংদী০১৭১২-২৭২৯১৬বেসরকারী
নিউ গ্রীন-হোটেলনিউ গ্রীন হোটেলরেলওয়ে ষ্টেশন রোড, নরসিংদী০১৭৭২-৭৩০৭৭২বেসরকারী
নরসিংদী জেলা ডাক বাংলাডিসি অফিসসরকারী
হোটেল নিরাপদবাস ষ্টেশন হাইওয়ে রোড, নরসিংদী০১৮৫৫-৯৮৬০৬০বেসরকারী
হোটেল রিয়াজপাতিল বাড়ী রোড, নরসিংদী০১৫৫৪-২২৮২৭৫বেসরকারী
নিউ ঈগলনিউ ঈগলবেসরকারী

 

নরসিংদী জেলার মোট আয়তন ১,১১৪ বর্গ কি:মি:। প্রতি বর্গকিলোমিটারে লোকসংখ্যা ২২৪৭ জন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুসারে, নরসিংদী জেলার মোট জনসংখ্যা ২৫,৮৪,৪৫২ জন। এর মধ্যে পুরুষ ১২,৬৫,৫৭৮ জন, নারী ১৩,১৭,৮৭৩ জন ও হিজড়া ১৭৮ জন। পুরুষ ও নারীর লিঙ্গানুপাত ৯৬.০৩ শতাংশ। এখানে পল্লী অঞ্চলে বাস করেন ১৯,৩৯,৮২০ জন ও শহর অঞ্চলে বাস করেন ৬,৪৩,৮০৯ জন। এখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য আছেন ৫০৮ জন, যা মোট জনসংখ্যার ০.০৩ শতাংশ; তবে নরসিংদীতে কোনো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্থায়ী বসবাস নেই।

নরসিংদী জেলার উপজেলা মোট ৬টি। উপজেলাগুলো হলো নরসিংদী সদর উপজেলা, রায়পুরা উপজেলা, বেলাবো উপজেলা, পলাশ উপজেলা, মনোহরদী উপজেলা ও শিবপুর উপজেলা। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় দুইটি পৌরসভা (নরসিংদী পৌরসভা ও মাধবদী পৌরসভা) নিয়ে এবং বেলাবো উপজেলা ব্যতীত প্রতিটি উপজেলায় একটি করে মোট ৬টি পৌরসভা আছে। সমগ্র জেলায় মোট ইউনিয়ন ৭১টি।

 

নরসিংদী জেলার আবাসন
আমিরগঞ্জ জমিদার বাড়ি – নরসিংদী জেলা

 

আরও পড়ুনঃ

Leave a Comment