নরসিংদী জেলার দর্শনীয় স্থান

আমাদের আজকের আলোচনার বিষয় নরসিংদী জেলার দর্শনীয় স্থান।

নরসিংদী জেলার দর্শনীয় স্থান:-

 

নরসিংদী জেলার দর্শনীয় স্থান
আমিরগঞ্জ জমিদার বাড়ি – নরসিংদী জেলা

 

প্রত্নতাত্ত্বিক নিদর্শন

  • উয়ারী-বটেশ্বর – বেলাব উপজেলার আমলাব ইউনিয়ন;
  • বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর – রায়পুরা উপজেলার রামনগর গ্রাম;
  • ভাই গিরিশ চন্দ্র সেনের বাস্তুভিটা পাঁচদোনা বাজার সংলগ্ল বুড়ারহাট গ্রাম।
  • বালাপুর জমিদার বাড়ি
  • লক্ষণ সাহার জমিদার বাড়ি
  • সিধেন সাহার জমিদার বাড়ি
  • কুন্ডু সাহার জমিদার বাড়ি
  • মনু মিয়ার জমিদার বাড়ি (ঘোড়াশাল জমিদার বাড়ি)
  • ঘোড়াশাল দোতলা রেলওয়ে স্টেশন (যা বাংলাদেশের প্রথম দ্বিতলবিশিষ্ট রেলওয়ে স্টেশন)
  • চরসিন্দুর ব্রিজ
  • সাটিরপাড়া রায় চৌধুরী জমিদার বাড়ি
  • মাধবদী গুপ্তরায় জমিদার বাড়ি
  • আমিরগঞ্জ জমিদার বাড়ি
  • রায়পুরা উপজেলার মাহমুদাবাদ গ্রামে অবস্থিত ব্রিটিশ শাসনামলের নীল চাষের নিদর্শন ‘নীলকুঠি’।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বিনোদনের স্থান

  • আরশিনগর মিনি পার্ক -নরসিংদী রেল স্টেশনের সাথেই।
  • ড্রীম হলিডে পার্ক- পাঁচদোনা
  • ওয়ান্ডার পার্ক, মরজাল, রায়পুরা

প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান

  • সোনাইমুড়ি টেক – শিবপুর উপজেলা;
  • হাওরা বিল

 

নরসিংদী জেলার দর্শনীয় স্থান
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র – নরসিংদী জেলা

 

বৃহৎ শিল্প

  • ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র
  • ঘোড়াশাল সার কারখানা
  • ইউ.এম.সি. জুট মিলস লিমিটেড
  • জনতা জুট মিলস লিমিটেড

আরও পড়ুনঃ

Leave a Comment