নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় বিদেশি পিস্তল ও গুলিসহ ও দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান এ তথ্য জানান।
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২
এর আগে সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণপাড়া পাথরঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদী শহরের সাটিরপাড়া বকুলতলা এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫) ও চৌয়ালা এলাকার আব্দুল বাছেদের ছেলে রুবেল (২৩)।
সনেটের বিরুদ্ধে এর আগেও ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁচাবাজি, দ্রুত বিচার ও মাদক মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে। পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, ‘রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার পাথরঘাট বালুর মাঠ এলাকায় অভিযান চালায় নরসিংদী মডেল থানা পুলিশ। এসময় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ ২০ মামলার আসামি সনেট এবং একটি লোহার তৈরি চাপাতি ও ছোরাসহ রুবেল নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। অভিযান টের পেয়ে পালিয়ে যায় অন্য আসামিরা।’
‘গ্রেপ্তারকৃতরা পুলিশী জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী পলাতক ১৩ জনের নামসহ তথ্য দিয়েছে। এ ঘটনায় সদর থানায় দুটি মামলা করার পর মঙ্গলবার বিকেলে সনেট ও রুবেলকে আদালতে পাঠিয়েছে পুলিশ।’ যোগ করেন এসপি।
আরও পড়ুন:
