নরসিংদীর পাঁচদোনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বিতীয় দিনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪ ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পাঁচদোনা অঞ্চলে আধিপত্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দখলদারিত্ব গড়ে তুলতে পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া ওরফে লালু মেম্বার এবং বিএনপির সমর্থক মোসাদ্দেক হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা ছিল।
এরই জেরে নেতাকর্মীদের মধ্যে দ্বিতীয় দিনেও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণসহ বেশকিছু অস্থায়ী দোকানপাটে হামলা করা হয়। ফলে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনায় দেখা দেয় তীব্র যানজট।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের চলমান বিবাদ নিয়ে দ্বিতীয় দিনে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুই পক্ষের উত্তেজিত লোকজন এখনো অবস্থান করছে। তবে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক আছে।
আরও পড়ুন:

