Site icon নরসিংদী জিলাইভ | truth alone triumphs

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

নরসিংদীর পাঁচদোনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বিতীয় দিনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪ ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

 

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পাঁচদোনা অঞ্চলে আধিপত্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দখলদারিত্ব গড়ে তুলতে পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া ওরফে লালু মেম্বার এবং বিএনপির সমর্থক মোসাদ্দেক হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা ছিল।

এরই জেরে নেতাকর্মীদের মধ্যে দ্বিতীয় দিনেও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণসহ বেশকিছু অস্থায়ী দোকানপাটে হামলা করা হয়। ফলে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনায় দেখা দেয় তীব্র যানজট।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের চলমান বিবাদ নিয়ে দ্বিতীয় দিনে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুই পক্ষের উত্তেজিত লোকজন এখনো অবস্থান করছে। তবে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক আছে।

 

Exit mobile version