Site icon নরসিংদী জিলাইভ | truth alone triumphs

নরসিংদীতে ঝোপ থেকে ১৪ রাউন্ড গুলিসহ ৩টি ম্যাগজিন উদ্ধার

নরসিংদীতে চায়না রাইফেলের ১৪ রাউন্ড গুলিসহ ৩টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানা পুলিশের এসআই আব্দুল গাফফার।

 

নরসিংদীতে ঝোপ থেকে ১৪ রাউন্ড গুলিসহ ৩টি ম্যাগজিন উদ্ধার

 

এর আগে রোববার রাতে শহরের বাসাইল এলাকার রিলাক্স আবাসিক হোটেলের সামনের ঝোপ থেকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, গত ৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে নরসিংদীতেও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসাইল এলাকার রিলাক্স আবাসিক হোটেলের সামনে অভিযান চালানো হয়।

 

 

এসময় হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢালুতে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৪ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিন উদ্ধার করা হয়। নরসিংদী মডেল থানা পুলিশের এসআই আব্দুল গাফফার জানান, উদ্ধার করা ম্যাগজিন ও গুলি নরসিংদী মডেল থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও পড়ুন:

Exit mobile version