নরসিংদী জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

আমাদের আজকের আলোচনার বিষয় নরসিংদী জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ। নরসিংদী জেলা বাংলাদেশের মধ্যভাগের ঢাকা বিভাগের একটি একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে নরসিংদী বাংলাদেশের একটি “বি” শ্রেণীভুক্ত জেলা।[৪] কিংবদন্তি এবং ঐতিহাসিক তথ্যাবলি থেকে অনুমান করা হয় যে, নরসিংদী জেলার অধিকাংশ অঞ্চল প্রাচীন সুবর্ণবীথি রাজ্যের অন্তর্গত ছিল। রাজা নরসিংহের নামে নরসিংদীর নামকরণ করা হয়। ১৯৭৭ খ্রিষ্টাব্দে নরসিংদীকে মহকুমায় এবং ১৯৮৪ খ্রিষ্টাব্দে জেলায় উন্নীত করা হয়।

নরসিংদী জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র – নরসিংদী-জেলা

 

নরসিংদী জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ:-

 

ক্র: নংনামকার্যকাল
মোঃ ইনামুল করিম
১৪.০২.১৯৮৪ — ১৪.১১.১৯৮৫
এ.এম.এম.রেজা-ই-রাব্বি
১৪.১১.১৯৮৫ — ২১.০৪.১৯৮৮
নাসির উদ্দিন আহমদ
২১.০৪.১৯৮৮ — ০৪.১১.১৯৯০
আবদুস সামাদ মল্লি­ক
০৪.১১.১৯৯০ — ২৪.০১.১৯৯৪
মোহাম্মদ আইয়ুব
২৪.০১.১৯৯৪ –২৩.০৪.১৯৯৬
রফিকুল ইসলাম
২২.০৪.১৯৯৬ — ১১.১০.২০০০
সিতেশ রঞ্জন দেব
১০.১০.২০০০ — ১১.০৭.২০০১
মেজবাহ উল আলম
১১.০৭.২০০১ — ০৯.০৮.২০০১
কাজী আখতার হোসেন
০৯.০৮.২০০১ — ০৭.০৪.২০০৫
১০
মোঃ ফিরোজ সালাহ উদ্দিন
০৬.০৪.২০০৫ — ১৯.১১.২০০৬

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

১১
কামাল উদ্দিন
১৯.১১.২০০৬ — ১৪.০৫.২০০৭
১২
জিল্লার রহমান
১৪.০৫.২০০৭ — ৩১.০৮.২০০৮
১৩
অমৃত বাড়ৈ
৩১.০৮.২০০৮ — ১০.০৭.২০১১
১৪
মোঃ ওবায়দুল আজম
   ১০.০৭.২০১১ — ২৬.০৬.২০১৪
১৫
আবু হেনা মোরশেদ জামান
২৫.০৬.১৪ — ১৩.০২.১৭
১৬
ড. সুভাষ চন্দ্র বিশ্বাস
১৩.০২.২০১৭ – ১১.০৩.২০১৮
১৭সৈয়দা ফারহানা কাউনাইন১১.০৩.২০১৮-২১.০৬.২০২১

 

নরসিংদী জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ
সিধেন সাহার জমিদার বাড়ি – নরসিংদী-জেলা

 

নরসিংদী জেলার উপজেলা মোট ৬টি। উপজেলাগুলো হলো নরসিংদী সদর উপজেলা, রায়পুরা উপজেলা, বেলাবো উপজেলা, পলাশ উপজেলা, মনোহরদী উপজেলা ও শিবপুর উপজেলা। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় দুইটি পৌরসভা (নরসিংদী পৌরসভা ও মাধবদী পৌরসভা) নিয়ে এবং বেলাবো উপজেলা ব্যতীত প্রতিটি উপজেলায় একটি করে মোট ৬টি পৌরসভা আছে। সমগ্র জেলায় মোট ইউনিয়ন ৭১টি।

আরও পড়ুনঃ

Leave a Comment