আমাদের আজকের আলোচনার বিষয় নরসিংদী জেলার উপজেলা। নরসিংদী জেলার উপজেলা মোট ৬টি। উপজেলাগুলো হলো নরসিংদী সদর উপজেলা, রায়পুরা উপজেলা, বেলাবো উপজেলা, পলাশ উপজেলা, মনোহরদী উপজেলা ও শিবপুর উপজেলা। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় দুইটি পৌরসভা (নরসিংদী পৌরসভা ও মাধবদী পৌরসভা) নিয়ে এবং বেলাবো উপজেলা ব্যতীত প্রতিটি উপজেলায় একটি করে মোট ৬টি পৌরসভা আছে। সমগ্র জেলায় মোট ইউনিয়ন ৭১টি।

নরসিংদী জেলার উপজেলা:-
নরসিংদী জেলার উপজেলাসমূহের তালিকা
১. নরসিংদী সদর
নরসিংদী সদর বাংলাদেশের নরসিংদী জেলার অন্তর্গত একটি উপজেলা। এই এলাকাটি ১৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়াল খাঁ ও পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এ জেলা ২৩° ৪৬’ হতে ২৪° ১৪’ উত্তর অক্ষরেখা এবং ৯০°৩৫’ ও ৯০°৬০’ পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এ জেলার উত্তরে পলাশ উপজেলা, শিবপুর উপজেলা ও রায়পুরা উপজেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা ও রায়পুরা উপজেলা, দক্ষিণে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা, পশ্চিমে পলাশ উপজেলা ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা।
২. পলাশ
পলাশ বাংলাদেশের নরসিংদী জেলার অন্তর্গত একটি উপজেলা। নরসিংদী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হল পলাশ উপজেলা। ইহা নরসিংদী জেলা শহর হতে ১০ কি.মি. দূরে অবস্থিত। এর মোট আয়তন ৯৪.৪৩ বর্গ কি.মি.। নরসিংদী ও গাজীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে পলাশ উপজেলা অবস্থিত। উত্তরে শিবপুর উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা, দক্ষিণে নরসিংদী সদর উপজেলা ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা, পূর্বে শিবপুর উপজেলা ও নরসিংদী সদর উপজেলা, পশ্চিমে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা ও কাপাসিয়া উপজেলা।

৩. শিবপুর
নরসিংদী জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার উত্তরে মনোহরদী উপজেলা, দক্ষিণে রায়পুরা উপজেলা, নরসিংদী সদর উপজেলা ও পলাশ উপজেলা, পূর্বে বেলাবো উপজেলা ও রায়পুরা উপজেলা, পশ্চিমে পলাশ উপজেলা ও গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা।
৪. বেলাব
বেলাবো বাংলাদেশের নরসিংদী জেলার অন্তর্গত একটি উপজেলা। বেলাব উপজেলা অবস্থান ২৪.০৯১৭° উত্তর ৯০.৮৫০০° পূর্ব। এই উপজেলার উত্তরে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলা ও কুলিয়ারচর উপজেলা, দক্ষিণে রায়পুরা উপজেলা, পূর্বে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা ও ভৈরব উপজেলা, পশ্চিমে শিবপুর উপজেলা ও মনোহরদী উপজেলা।

৫. মনোহরদী
মনোহরদী উপজেলা বাংলাদেশের নরসিংদী জেলার একটি প্রশাসনিক এলাকা। এই উপজেলার উত্তরে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা, দক্ষিণে শিবপুর উপজেলা, পূর্বে বেলাবো উপজেলা ও কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা, পশ্চিমে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা।
