নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা
নিহত হুমায়ূন কবির ওই গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন। নিহতের ভাতিজা তন্ময় বলেন, হুমায়ূনসহ বেশ কয়েকজন মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ১১টার দিকে দুই যুবক সেখানে এসে হুমায়ুনকে কথা বলার জন্য খেলার মাঠের পাশে পাঁচদোনা বাজারের মাছের আড়তের দিকে ডেকে নিয়ে যান। এরপরই গুলির শব্দ শোনা যায়।

এ সময় তন্ময়সহ অন্যরা এগিয়ে গেলে তাদের লক্ষ্য করেও গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেলে করে পালিয়ে যান ওই দুই যুবক। পরে গুলিবিদ্ধ হুমায়ুনকে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোবিন্দ সরকার বলেন, দুটি মোটরসাইকেলযোগে চারজন এসে ব্যাডমিন্টন খেলার সময় হুমায়ূনকে গুলি করে পালিয়ে যায়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।